Breaking News
recent

চিলিতে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮


সান্তিয়াগো: ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। কম্পনের তীব্রতা থাকলেও জারি হয়নি সুনামি সতর্কতা।
        মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মধ্য কোকুইম্বো এলাকার ৩৬ কিমি গভীরে প্রথম কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল উপকূলের কাছেই, ওভালের উত্তর প্রান্তে ৪৭ কিলোমিটার দূরে। যা চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৩০০ কিমি দূরে। এই ভূমিকম্পে কোনও সুনামির সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
 চিলি এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ। গত সেপ্টেম্বরে চিলির ওই একই জায়গায় ভূমিকম্প হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল ৮.৩। ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ১৫ জনের। ঘরছাড়া হয়েছিলেন ১৬০০০-এর বেশি মানুষ। দুমাস কাটতে না কাটতেই ফের কম্পন।
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.