Breaking News
recent

সলমনের চুপিচুপি এনগেজমেন্ট! পাত্রীটি কে?

নতুন করে সম্পর্ক জড়িয়েছেন সলমন খান! বলি-টাউনে এখন এমনই গুঞ্জন। না! তিনি কোনও বলিউডি নায়িকা নন। তাহলে কে সেই সুন্দরী? শোনা যাচ্ছে রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানটুরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন সল্লু মিঞা। এমনকি লুলিয়ার সঙ্গে এনগেজমেন্টও নাকি সেরে ফেলেছেন ভাইজান! লুলিয়ার মুখপাত্র জানিয়েছেন, কাজের খাতিরেই রোমানিয়ায় থাকছেন লুলিয়া। সলমনের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গিয়েছে তাঁর। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা।
প্রথমে ঐশ্বর্যা রাই বচ্চন। কার পর ক্যাটরিনা কইফ। বার বার বলিউডি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন। বার বার ভেঙেও গিয়েছে সেই প্রেম। আর তার জন্য পরোক্ষে তাঁর কেরিয়ারেরও ক্ষতি হয়েছে বলে মনে করেন বলিউডের একাংশ। এত ধাক্কা খাওয়ার পর আর বলিউডের কাউকে মন দেননি। একেবারে রোমানিয়ায় সুন্দরীকে মনে ধরেছে তাঁর। কিন্তু কাউকে কিছু না জানিয়ে সরাসরি এনগেজমেন্ট! যদিও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি সলমন।   
Unknown

Unknown

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.