শুদ্ধ পঞ্জিকা মতে আজ সকাল সাতটা থেকেই শুরু দশমী । তবে তাকে আমল দিতে নারাজ আমবাঙালি। বরং অষ্টমীতে রাতভর প্যান্ডেল হপিংয়েও ক্লান্ত নয় শহরবাসী। তাই পঞ্জিকা মতে আজ দশমী হলেও এক্কেবারে নবমীর আমেজ।
শেষবারের মতো প্রতিমা দর্শনে আজও মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন দর্শনার্থীরা। তবে শোভাবাজার রাজবাড়ি সহ শহরের বেশ কিছু বনেদি বাড়িতে আজই উমার কৈলাসযাত্রা। নির্ঘণ্ট মেনে আজই প্রতিমা নিরঞ্জন হবে।
তিন দিন যেন ঘড়ির কাঁটা দ্রুত ঘুরল। উত্তর থেকে দক্ষিণ শেষ করতে না করতেই চোখের নিমিষেই পুজোর আনন্দ শেষ।
No comments:
Post a Comment